কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
ফরাক্কা থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত খড় পুড়ে গিয়েছিল, যাতে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে তারজন্য দমকল কর্মীরা এসে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলে।
জানা গিয়েছে, এদিনই সন্ধ্যায় অপর এক ব্যক্তির উঠোনে খড়ের গাদায় প্রথমে আগুন লাগে। কেউ আগুন ধরিয়েছে সন্দেহে তারা হুমকি দেয়, তারাও অন্যদের গাদায় আগুন ধরিয়ে দেবে।
কার্যত তার কিছুক্ষণ বাদই অন্য একটি বাড়ির খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। আঁচলে চোখের জল মুছতে মুছতে সেরিনা বিবি বলেন, জানি না কারা আগুন লাগিয়েছে। আমার সব খড় পুড়ে গিয়েছে। সন্ধ্যায় পাশের বাড়ির খড় পুড়ে গেলে ওরা গালাগালি ও হুমকি দেয়। কিন্তু আমাদের সঙ্গে কোনও সম্পর্ক না থাকায় আমরা তা গায়ে মাখিনি। তবে আমার কে সর্বনাশ করলো জানি না।