কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
একই সঙ্গে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন ‘চেয়ারম্যান রিলিফ ফান্ড’-এ কারচুপির অভিযোগে এদিনই অর্জুন সিংকে সিআইডিও ভবানীভবনে তলব করেছিল। একই দিনে দু’টি তলবই অর্জুন এড়িয়ে গেলেন। এনিয়ে সরব হয়েছে তৃণমূল। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায়! উনি যে কথাগুলি বলেছেন তার প্রমাণ দিতেই হবে। জেলের হাওয়া ওকে খেতেই হবে। এভাবে দু’বার তলব এড়িয়ে যাওয়া প্রসঙ্গে বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া জানিয়েছেন, তাঁর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।
অভিজ্ঞমহলের মত, অর্জুন আদালত খোলা পর্যন্ত অপেক্ষা করছেন। এদিকে, অর্জুন সিংকে দু’বার তলব করার প্রশ্নে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অর্জুন সিং আমাদের গুরুত্বপূর্ণ নেতা। তাঁকে ফের তৃণমূলে নেওয়ার জন্য চাপ দিতেই এটা করা হচ্ছে। এদিন অপূর্বনগরে দু’দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।