কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
এদিকে, এদিনও বিচার ভবনের বিশেষ আদালতে ইডির দায়ের করা নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠনের শুনানি চলে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওই বিশেষ শুনানি পর্ব। শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায় সহ কয়েকজন মামলা থেকে অব্যাহতি চেয়ে কোর্টের কাছে আর্জি জানান তাঁদের আইনজীবী মারফত। আদালত সূত্রের খবর, এদিন সেই আবেদনেরও দীর্ঘ শুনানি হয়। ২৫ ডিসেম্বর থেকে রাজ্যের সমস্ত জেলা আদালত বন্ধ থাকলেও বিচার ভবনের এই বিশেষ আদালত খোলা রয়েছে এই মামলার শুনানির জন্য। কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ডিসেম্বরের মধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। তাই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।