পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
তাঁর পরিবার জানিয়েছে, “আমার দুঃখের সঙ্গে জানাচ্ছি, ডেনিস চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গিয়েছেন। দীর্ঘদিন কঠিন যুদ্ধের পর অবশেষে তিনি শান্তি খুঁজে পেয়েছেন। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা সব সময় তাঁর সুস্থতা কামনা করেছিলেন এবং কঠিন সময় তাঁর পাশে ছিলেন।”
কিংবদন্তি ফুটবলার ডেনিস ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ১১ বছর কাটিয়েছেন। এর মধ্যে ১৯৬৫ এবং ১৯৬৭ সালে লিগের খেলায় জয়লাভ করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাছাড়া ১৯৬৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইউরোপীয় কাপ জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডেনিস। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৪০৪টি ম্যাচে তিনি মোট ২৩৭টি গোল করেছেন। ওয়েন রুনি এবং স্যার ববি চার্লটনের পরে ডেনিসই ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। চার্লটন এবং জর্জ বেস্টের সঙ্গে ডেনিসের ত্রিমুখী আক্রমণ বিপক্ষকে হিমশিম খাইয়ে দিত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল জগতে।