পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
এই আবহে রায়দান পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে এদিন আদালত চত্বরের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিস। শুক্রবারই তারা শিয়ালদহ কোর্টের লকআপ সহ গোটা চত্বর খুঁটিয়ে দেখে। আদলতের বাইরে বড় জমায়েত হতে পারে। সেই কথা মাথায় রেখে মোতায়েন থাকবে বিশাল বাহিনী। তবে নিরাপত্তার দায়িত্বে কোনও সিভিক ভলান্টিয়ারকে রাখা হচ্ছে না।
মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর তদন্ত নেমে কলকাতা পুলিসই গ্রেপ্তার করে সিভিক ভালন্টিয়ার সঞ্জয় রায়কে। পরে হাইকোটের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। নির্দিষ্ট সময়ের মধ্যে পেশ করা হয় চার্জশিট। শিয়ালদহ কোর্টের রুদ্ধ এজলাসে চলে শুনানি। সাক্ষ্য দেন মোট ৫০জন। সিবিআইয়ের কৌঁসুলি পার্থসারথি দত্ত ধৃতের সর্বোচ্চ সাজার দাবি জানান আদালতে। সঞ্জয়ের তরফে লিগ্যাল এইড থেকে নিযুক্ত কবিতা সরকার তদন্তে গাফিলতির কিছু বিষয় তুলে ধরেন। সওয়াল শেষ হয় গত ৯ জানুয়ারি। তারপরই বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন।