নয়াদিল্লি: নতুন বছরকে স্বাগত জানিয়ে অনেকেই সংকল্প নেন। পিভি সিন্ধুও ব্যতিক্রম নন। প্রত্যাবর্তনে মুখিয়ে তারকা শাটলার। সম্ভ্রান্ত ব্যবসায়ী ভেঙ্কট দত্তা সাইয়ের সঙ্গে সদ্য গাঁটছড়া বেঁধেছেন। গ্ল্যামারের ছোঁয়ায় সরগরম ছিল উদয়পুর। উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের কোর্টে নামতে চলেছেন হায়দরাবাদী তরুণী। ইন্ডিয়ান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার। প্রথম রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ অনুপমা উপাধ্যায়। ব্যাডমিন্টন মহলে প্রতিভাবান হিসেবে অনুপমার খ্যাতি থাকলেও এখনও পরিণত নন তিনি। কতটা লড়তে পারেন সেটাই দেখার। সিন্ধু অবশ্য সাবধানী। সোমবার তাঁর মন্তব্য, ‘২০১৫ সালে নতুন লক্ষ্য নিয়ে এগতে চাই। সম্প্রতি নতুন জীবন শুরু করেছি। সেই উদ্দীপনা কাজে লাগিয়ে ব্যাডমিন্টন কোর্টেও সাফল্য চাই। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন। অনুপমা প্রতিভাবান। তাই ওকে হাল্কাভাবে নিচ্ছি না।’ উল্লেখ্য, ২০১৭ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সিন্ধু। পরের বছর খেতাবি লড়াইয়ে হার মানেন তিনি। তবে চোটের কারণে গত মরশুমে ইন্ডিয়ান ওপেনে খেলেননি। সোমবার তাঁর মন্তব্য, ‘প্রতি ম্যাচেই দর্শকরা দারুণভাবে উৎসাহিত করেন। গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছি। কোর্টে নামতে আমি মুখিয়ে।’
ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম মুখ সিন্ধু। ট্রফি ক্যাবিনেটে দু-দুটো ওলিম্পিকস পদক। ২০১৬ সালে রিওতে রুপো পান তিনি। চার বছর পর টোকিওয় আসে ব্রোঞ্জ। প্যারিসে অবশ্য পদকের স্বপ্ন অধরাই থাকে। আসলে ২০২২ সালে কমওয়েলথ গেমসে সাফল্যের পরেই সিন্ধুর কেরিয়ারে ভাটার টান। চোট-আঘাতেও জেরবার তিনি। স্ম্যাশ, ক্রসকোর্ট শট ঠিকঠাক হচ্ছে না। সব ভুলে নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দরাবাদী শাটলার। পাশাপাশি নিজের অ্যাকাডেমি নিয়েও খুবই আশাবাদী তিনি।