কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
মঙ্গলবার বিকেলে অনুশীলন শুরু আগে ড্রেসিং-রুমে ফুটবলারদের সঙ্গে মিটিং সারেন কোচ হোসে মোলিনা। ইস্ট বেঙ্গল বনাম মুম্বই সিটি ম্যাচ হোটেলে বসেই দেখেছেন স্প্যানিশ কোচ। প্রতিপক্ষের সমস্ত খুঁটিনাটি নোটবুকে তুলে রেখেছিলেন। মঙ্গলবার অনুশীলনের শুরুতে সেটাই শুভাশিস বসুদের সঙ্গে আলোচনা করে নিলেন বাগান কোচ। এরপর চলল দু’ঘণ্টার প্র্যাকটিস সেশন। উইং প্লে’র পাশাপাশি প্রেসিং ফুটবলের মহড়া হল দীর্ঘক্ষণ। তারপর ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। কার্ড সমস্যা কাটিয়ে বড় ম্যাচে ফিরছেন আপুইয়া। এদিন তাঁকে মাঝমাঠে রেখেই প্রস্তুতি সারলেন মোলিনা। দুই উইংয়ে মনবীর ও লিস্টনকে ওভারল্যাপে সঙ্গ দিতে দেখা গেল শুভাশিস ও আশিস রাইকে। ম্যাকলারেন ও কামিংস আক্রমণের পাশাপাশি তাল দিয়ে ডিফেন্সেও শক্তি বাড়ালেন। হাঁটুতে স্ট্র্যাপ লাগিয়ে পুরোদমেই অনুশীলন করেছেন গ্রেগ স্টুয়ার্ট। মাঠ ছাড়ার আগে জানালেন, তিনি সুস্থ। তবে সামান্য জড়তা দেখা গেল দিমিত্রির মধ্যে। প্র্যাকটিস শেষের আগেই মাঠ ছাড়েন তিনি। পরে ম্যাসিওর তত্ত্বাবধানে সময় কাটিয়ে সবার শেষে হোটেলের পথ ধরলেন এই অজি তারকা।