কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
এই সিরিজে দুটো শতরান করেছেন স্মিথ। সিডনি টেস্টে তাঁর ব্যাটে দুই ইনিংসে এসেছে যথাক্রমে ৩৩ ও ৪ রান। স্মিথের মতে, ‘সিডনিতে দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণার বিপজ্জনক ডেলিভারিতে কিছু করার ছিল না। পয়েন্টে মারতে গিয়েছিলাম। কিন্তু পারিনি। এই মাঠে এত কঠিন পিচে আগে কখনও খেলিনি। অসমান বাউন্স ছিল বাইশ গজে। কোনও বল উঠছে তো কোনওটা নীচু হচ্ছে। সারাক্ষণ সিম করছে বল, সুইংও হচ্ছে। সিডনিতে এমন উইকেটে অতীতে ব্যাট করতে নামিনি। এই পিচে ব্যাট করা ছিল রীতিমতো চ্যালেঞ্জের।’ ভারতের বিরুদ্ধে এক দশক পর টেস্ট সিরিজ জেতা নিয়ে স্মিথের মন্তব্য, ‘দারুণ মজাদার একটা সিরিজ হল। ভারত দুর্দান্ত দল। আমরা রীতিমতো চ্যালেঞ্জের সামনে পড়েছি। বিশেষ করে যশপ্রীত বুমরাহকে খেলা মুশকিল ব্যাপার ছিল। আমাদের সৌভাগ্য যে সিরিজটা জিততে পেরেছি।’