কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে হাঁটুতে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। ফলে শেষ দু’টি টি-২০ ম্যাচে খেলতে পারেননি। তার আগে অক্টোবরে মহিলাদের টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় ঘাড়ে চোট পান ৩৫ বছর বয়সি। এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে দশ উইকেট নিয়ে সিরিজের সেরা হওয়া রেনুকাও ভুগছেন চোট-আঘাতে। পিঠে সমস্যা রয়েছে তাঁর। ওয়ার্কলোড কমাতেই এই সিরিজে দলে রাখা হয়নি ডানহাতি পেসারকে।
আইরিশদের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে থাকা মান্ধানা টস করতে যাবেন। ২৮ বছর বয়সি বাঁ হাতি ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুটো হাফ-সেঞ্চুরি করেছেন। এরপর তিনটি টি-২০ ম্যাচেই অর্ধশতান করেন তিনি। ঘোষিত দলে জায়গা পাননি শেফালি ভার্মা, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি। তবে বাংলার রিচা ঘোষ ও তিতাস সাধু রয়েছেন স্কোয়াডে।