কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
রবিবার অবধি জেসন কামিংসদের ছুটি দিয়েছিলেন কোচ মোলিনা। তবে সেই তালিকায় নাম ছিল না পেত্রাতোস ও স্টুয়ার্টের। ছুটির দিনেও মাঠে নেমে ফিট হয়েছেন তাঁরা। আসলে ম্যাচ জিতলেও মাঝমাঠে দুই বিদেশির অভাব বেশ টের পয়েছেন স্প্যানিশ কোচ। তাছাড়া বড় ম্যাচে জাল কাঁপানোর ধারাবাহিকতা রয়েছে অজি ফুটবলারের। প্রথম লেগের ডার্বিতেও লক্ষ্যভেদে সফল পেত্রাতোস। আর স্কটিশ মিডিওর হাত ধরেই মাঝমাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠে মোহন বাগান। মর্যাদার ডার্বির আগে সেরা দুই অস্ত্রকে ম্যাচ ফিট করতে বদ্ধপরিকর ছিলেন মোলিনা। পরিকল্পনায় তিনি সফল। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ দিকে মাঠে নেমেছিলেন স্টুয়ার্ট। তাতেও সামান্য জড়তা দেখা গিয়েছিল। তবে সোমবারের অনুশীলনে সেসব উধাও। অজি অ্যাটাকারও স্বতঃস্ফূর্ত।
এদিন রিকভারি সেশনের পর বেশ কিছুক্ষণ পাসিং প্র্যাকটিসে ব্যস্ত ছিলেন লিস্টন কোলাসোরা। এরপর প্রায় পৌনে এক ঘণ্টার ম্যাচ সিচুয়েশন। দলকে দু’ভাগে ভাগ করে ঘুরিয়ে ফিরিয়ে খেলালেন মোলিনা। মূলত উইং প্লে’র উপরেই জোর দেন স্প্যানিশ কোচ। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা দুই উইঙ্গার মনবীর ও লিস্টন। তাঁদের দিয়েই ইস্ট বেঙ্গলের দুর্গে ফাটল ধরানোর পরিকল্পনা কোচ মোলিনার। তবে প্রথম একাদশে কারা থাকবেন তা নিয়ে সোমবার ধোঁয়াশা থাকল। কারণ, গ্রেগের সঙ্গে কখনও কামিংসকে খেলালেন আবার কখনও ম্যাকলারেনকে জুড়লেন। দিমিত্রিকে নিয়েও জারি ছিল সেই পরীক্ষা-নিরীক্ষা। সব শেষে সেটপিস মুভমেন্ট অনুশীলন। এই পর্বে টম আলড্রেড ও আলবার্তো রডরিগেজকে বেশ সক্রিয় দেখাল। তাঁরা গোলও করলেন।