কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
বুমরাহর চোট নিয়ে জল্পনার মধ্যেই প্রতিপক্ষ শিবির থেকে আসছে বন্দনা।
রবিবার সিডনিতে পঞ্চম তথা শেষ টেস্টের অন্তিম দিনে তিনি বল করতে না পারায় রীতিমতো হাঁফ ছেড়ে বেঁচেছিল অজি ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার সহজ জয়ের নেপথ্যে বুমরাহর ড্রেসিং রুমে বন্দি থাকার কথাই উল্লেখ করেছেন উসমান খাওয়াজা ও ট্রাভিস হেড।
বাঁ হাতি ওপেনার খাওয়াজাকে সদ্যসমাপ্ত সিরিজে ছয়বার আউট করেছেন বুমরাহ। সেজন্যই ভারতীয় পেসারের চোট স্বস্তি দিয়েছিল ওজি ওপেনারকে। তাঁর কথায়, ‘বুমরাহর বাঁধা শিকারে পরিণত হয়েছিলাম আমি। নতুন বলে ওর মুখোমুখি হওয়া সহজ ছিল না। তাই ওর অনুপস্থিতিতে খুশিই হয়েছিলাম। এই উইকেটে ওকে সামলানো দুঃস্বপ্নের মতো হতো। তবে কারও চোট পাওয়া অবশ্যই কাম্য নয়। বুমরাহর দ্রুত আরোগ্য কামনা করছি।’ টেস্টে সাড়ে পাঁচ হাজারের উপর রান করা ৩৮ বছর বয়সি ব্যাটার আরও বলেছেন, ‘আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্যে সবচেয়ে মারাত্মক বোলার বুমরাহই। ২০১৮ সালেও ওর মুখোমুখি হয়েছিলাম। সেবার মাত্র একবার আউট হয়েছিলাম ওর বলে। এখন ও অনেক বেশি পরিণত ও বিধ্বংসী। নিজের স্কিল সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে ওর। প্রত্যেক ব্যাটারের জন্যই নির্দিষ্ট পরিকল্পনা থাকে। একেবারেই আলগা বল ফেলে না।’
এই সিরিজে ১৩.০৬ গড়ে ৩২টি উইকেট নিয়েছেন বুমরাহ। সিরিজের সেরাও তিনিই। ভারতীয় পেসারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাভিস হেড। বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের মতে, ‘সিডনি টেস্টে রান তাড়া করার সময় ও বল না করায় আমরা খুব আনন্দিত হয়েছিলাম। ও অবিশ্বাস্য বোলার। এই সিরিজে দুর্দান্ত বল করেছে।’