কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে চার টেস্টে বুমবুমের সংগ্রহ ৩০টি উইকেট। চলতি সিরিজে যা সবার চেয়ে বেশি। বলাই বাহুল্য, পঞ্চম টেস্টেও ফর্ম ধরে রাখতে চাইবেন তিনি। তবে শেষ তিন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছে অস্ট্রেলিয়া। সেই ধারা বজায় রাখতে মুখিয়ে থাকবেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেডরা। এই প্রসঙ্গে কামিন্সের মন্তব্য, ‘শেষ তিনটি ম্যাচে ছেলেরা যেভাবে সেরাটা মেলে ধরেছে, তাতে আমি খুশি। অবশ্য ব্যাটিংয়ে আরও উন্নতির অবকাশ রয়েছে। শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে সেরাটা উজাড় করে দিতে তৈরি আমরা।’ সিডনির পিচ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘সিডনিতে বরাবর স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। তবে এবার উইকেট একটু ভিন্ন মনে হচ্ছে। শুরুতে ব্যাটিংয়ের জন্য অনুকূল থাকবে। শেষ দিকে পিচ ভাঙবে। তখন স্পিনারদের ভূমিকা কার্যকরী হয়ে উঠবে।’
এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে খেলবেন না প্যাট কামিন্স। পরিবারের পাশে থাকতে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কা সফর থেকে।