বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
ঠিক কী বলেছেন অশ্বিন? সিনিয়র ভারতীয় স্পিনার সাধারণত লম্বাচওড়া কথায় বিশ্বাসী নন। তবে এবার কিছুটা ব্যতিক্রমী ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আইপিএলে পুনে সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসে অশ্বিনের সতীর্থ ছিলেন স্মিথ। দীর্ঘদিন একসঙ্গে ঘর করার ফলে ত্রুটি, দুর্বলতা অজানা নয়। অশ্বিন বলেছেন, ‘স্টিভ অসাধারণ ব্যাটার। লম্বা ইনিংসের নেপথ্যে দীর্ঘ ভাবনা কাজ করে। তবে ওঁকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোর রাস্তা অজানা নয়।’ অস্ট্রেলিয়ার বাইশ গজ কখনওই স্লো টার্নার নয়। লাইন ও লেংথে নির্ভুল হওয়া প্রয়োজন। অতীতে পিচের বাউন্স কাজে লাগিয়ে উইকেট তুলে নিয়েছেন অনিল কুম্বলে। পাশাপাশি অশ্বিনের ক্যারম বলও ব্রক্ষ্মাস্ত্র হতে পারে। সব মিলিয়ে ক্যাঙারুর দেশে সাফল্য পেতে মরিয়া ভারতীয় স্পিনার। দীর্ঘ সফরের আগে বুধবার নেট প্র্যাকটিসে নিজেকে নিংড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। আত্মবিশ্বাসী অশ্বিনকে দেখে আশাবাদী ক্রিকেটপ্রেমীরাও।