কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
বাবাজিবাসা অগ্রগামী সঙ্ঘের সম্পাদক প্রদ্যোৎ প্রামাণিক, সভাপতি তপন মণ্ডল বলেন, সারা বছর ধরে ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়। ক্লাবের উদ্যোগে বাসন্তী পুজোর পাশাপাশি স্বাস্থ্য শিবির, পুজোর সময় জেলার হাজারের বেশি অনাথ শিশু-কিশোরকে নতুন জামাকাপড় উপহার দেওয়া হয়। হলদিয়ায় পথ দুর্ঘটনা কমাতে এবার সচেতন করার উদ্যোগ নিয়েছি। হলদিয়ায় অনেক হাম্প রয়েছে। কিন্তু দূর থেকে বোঝা না যাওয়ায় দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে এবং কুয়াশার সময় বিপজ্জনক হয়ে ওঠে। সেজন্য ক্লাবের পক্ষ থেকে বেশকিছু হাম্প চিহ্নিত করতে রং করা হয়েছে। এর মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনকে সহযোগিতা করতে চেয়েছে। হলদিয়া পুরসভার কর্মী চন্দন বেরা বলেন, হলদিয়াজুড়ে পুরসভাও হাম্পগুলি সাদা করতে শুরু করেছে। কোনও ক্লাব এধরনের কাজে সহযোগী হলে ট্রাফিক সচেতনতার কাজ সহজ হয়। হলদিয়ার ট্রাফিক ওসি রানা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্লাবের এই উদ্যোগ খুবই ভালো। অন্য কোনও ক্লাব সহযোগিতা চাইলে পুলিস রঙের ব্যবস্থা করে দেবে। হলদিয়ায় দেড় শতাধিক হলুদ রঙের রোড সেফটি স্পিডব্রেকার রয়েছে। অনেক জায়গায় ওই ধরনের স্পিডব্রেকার নষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি রোড সেফটি মিটিংয়ে এনিয়ে আলোচনা হয়েছে। দ্রুত ভাঙা স্পিডব্রেকার সরিয়ে নতুন লাগানো হবে। -নিজস্ব চিত্র