কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
পুলিস সুপার বলেন, সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই কাটোয়া থানায় পৃথকভাবে হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে সাইবার-সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে। সেইসঙ্গে ওখানে মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগও দায়ের করা যাবে। আমরা প্রতিনিয়ত মনিটরিং করব।
পুলিস জানিয়েছে, সাইবার সেলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকরা থাকছেন। তাঁরা অভিযোগ পেয়ে তাড়াতাড়ি তদন্তে নামলেন। টাকা ফেরতেরও ব্যবস্থা করবেন। কাটোয়া থানা এলাকায় কয়েকবছর ধরে বহু মানুষ নানাভাবে সাইবার অপরাধীদের কবলে পড়ছেন। কখনও মোবাইলের টাওয়ার বসানোর নাম করে ওটিপি জেনে লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে। আবার কখনও বাড়িতে বসে প্যাকেজিংয়ের কাজ দেওয়ার নামেও টাকা হাতানো হচ্ছে। কখনও গ্যাস সিলিন্ডারের ভর্তুকির জন্য আধার লিঙ্ক করার নাম করেও ওটিপি জেনে অ্যাকাউন্ট সাফা করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি মামলায় সাইবার অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি টাকাও উদ্ধার করেছে পুলিস।
সম্প্রতি কাটোয়া মহকুমার এক প্রাক্তন বাম বিধায়ক পুলিসের দ্বারস্থ হন। তিনি লিখিত অভিযোগে পুলিসকে জানিয়েছেন, গতবছর ২২ নভেম্বর বর্ধমান স্টেশন থেকে ট্রেন ধরতে গিয়েছিলেন। স্টেশনের সিঁড়ি দিয়ে নামতেই একজন তাঁর বুকপকেট থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালায়। তিনি পরদিন বর্ধমান জিআরপিতে লিখিত অভিযোগ জানান। ওই মোবাইলে প্রাক্তন বিধায়কের দু’টি সিমকার্ড ছিল। তার মধ্যে একটি নম্বরের সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যুক্ত ছিল। ২ ডিসেম্বর পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট থেকে ২লক্ষ ৬৯হাজার ৪০০টাকা গায়েব হয়েছে। এরপরই তিনি থানার দ্বারস্থ হন।
কাটোয়া থানার এক সাইবার বিশেষজ্ঞ বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে সিমকার্ড লক করতে হবে। তা না হলে এরকম ঘটনা ঘটে যেতে পারে। অ্যাপের মাধ্যমে টাকা অন্য অ্যাকাউন্টে পাঠাতে গেলে ওই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সেটা পেয়ে গেলেই কয়েক মুহূর্তের মধ্যে টাকা গায়েব করা যায়। সেজন্য মানুষের সচেতন থাকা জরুরি। -নিজস্ব চিত্র