কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
আদালত সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই মহিলা আত্মীয়দের সঙ্গে হাওড়া যাওয়ার জন্য রামপুরহাট জংশন থেকে ডাউন গণদেবতা এক্সপ্রেস ধরতে আসেন। অভিযোগ, ট্রেনে ওঠার সময় ওই যুবক মহিলার শ্লীলতাহানি করে। এনিয়ে মহিলার পরিবারের সঙ্গে যুবকের বচসা হয়। অভিযোগ, বোলপুর স্টেশনের কাছে মহিলা প্রতিবাদ করলে ওই যুবক তাঁকে থাপ্পড় মারে। ওইদিন সন্ধ্যায় ওই যুবকের নামে সাঁইথিয়া জিআরপির কাছে লিখিত অভিযোগ করেন মহিলা। এরপরই সোমবার ভোরে অভিযুক্ত যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করে জিআরপি।