কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
ট্রাফিক পুলিসের আধিকারিক সত্যানন্দ পাত্র বলেন, মোটরবাইক ও অন্য গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্যই এই স্পিডব্রেকার বসানো হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এই শহরে অনেককে বেপরোয়া গতিতে বাইক ছোটাতে দেখা যায়। এর জেরে অনেকসময়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি ঢপওয়ালির মোড়ের কাছে প্রচণ্ড জোরে চলা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল। এরপর থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় স্পিডব্রেকার বসানোর দাবি উঠেছিল। তাই নবদ্বীপ ট্রাফিক গার্ডের তরফে স্পিডব্রেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দিনে আরও বেশ কিছু জায়গায় আধুনিক স্পিডব্রেকার বসানো হবে।