বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
স্থানীয়রা জানিয়েছেন, পানাগড় রাইস মিল রোডের চারজন শিশু কাওয়ারিপট্টি এলাকায় একটি পুরোনো গাড়ির তলায় ঢুকেছিল। সেই গাড়িতে ছিল না কোনও ইঞ্জিন। গাড়িটির বনেটের তলায় আগুন নিয়ে খেলা করছিল ওই শিশুরা। তখন দুই শিশুর শরীরে আচমকাই আগুন লেগে যায়। আরও দুই শিশু বেরোনোর চেষ্টা করে। কিন্তু তারাও আটকে পড়ে। তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার মানুষজন। তাঁরা কোনরকমে চারজন শিশুকেই উদ্ধার করে। পূর্বা সাউ (৮), আয়ুষ সাউ (৫), শিবা সিং (৬) এবং গোলু সিং (৫)।
স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাসওয়ান বলেন, পুরোনো একটি গাড়ির বনেটের নীচে প্রায় দিনই খেলা করে এলাকার বাচ্চারা। আজ আচমকাই খেলতে খেলতে আগুন জ্বালায় তারা। দুর্ভাগ্যজনক ভাবে, তাতেই অগ্নিদগ্ধ হয় তারা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গাড়িটি কার তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিস বিষয়টি তদন্ত করে দেখছে। অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুরোনো গাড়ির নীচে আগুন নিয়ে খেলতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।