কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
ট্যাবের টাকা জালিয়াতির ক্ষত এখনও দগদগে। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কয়েকজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ২০-২৭ হাজার টাকা পর্যন্ত উধাও হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। তৎপর হয়ে ওঠে পুলিস প্রশাসন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে প্রাথমিক তদন্তের পর আটক করা হয়েছিল পাঞ্জিপাড়া পঞ্চায়েতের বিজেপি সদস্যের স্বামী ও স্থানীয় সাইবার ক্যাফের মালিককে। সোমবার রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর দু’জনের টাকা লোপাট কাণ্ডে যুক্ত থাকার কিছু তথ্য পায় পুলিস। এর পরেই তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মনোজিৎ বিশ্বাস ও শুভেন্দু বিশ্বাস। বিজেপির পঞ্চায়েত সদস্য আরতি বিশ্বাসের স্বামী মনোজিৎ। আরেকজন সাইবার ক্যাফে চালায়। মঙ্গলবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে তুলেছিল পুলিস। একজনের ক্যাফে থেকে আধার লিঙ্ক করা হয়েছিল। এই প্রকল্পে আধার লিঙ্কের প্রয়োজন ছিল না। তা গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী জানার পরেও উপভোক্তাকে নির্দিষ্ট ক্যাফেতে গিয়ে আধার লিঙ্ক করতে বলেছিলেন। প্রাথমিকভাবে টাকা লোপাটের সঙ্গে তাদের যোগ উঠে এসেছে। ধৃত দু’জনের ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেপ্তার হওয়াতে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ট্যাবকান্ডে মূলত চোপড়া, ইসলামপুর ও গোয়ালপোখর জুড়ে জালিয়াতরা জাল পেতেছিল। ২১ জন গ্রেপ্তারও হয়েছিল সেই ঘটনায়। কিন্তু সেবার ধৃতদের কোনও রাজনৈতিক যোগ ছিল না। বাংলার বাড়ির টাকা লোপাট কাণ্ডে বিজেপি নেতার গ্রেপ্তারিতে মুখ পুড়েছে দলের। গোয়ালপোখরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি আগেই দাবি করেছেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা লোপাট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বদনাম করার গভীর চক্রান্ত করেছে বিজেপি।
গোয়ালপোখর ব্লক তৃণমূল সভাপতি আহমেদ রেজা বলেন, মুখ্যমন্ত্রী দরিদ্র মানুষের জন্য প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে প্রতারণা কাণ্ডে বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী সরাসরি যুক্ত আছে। আমরা মানুষকে সচেতন করছি, যাতে তাঁরা এভাবে প্রতারণার শিকার না হন।
বিজেপির জেলা কমিটির অন্যতম সদস্য সুরজিৎ সেন বলেন, পুলিস তদন্ত করুক। প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়, সেটা নিশ্চিত করতে হবে। পুলিস আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমাদের দলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।
অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাণ্ডে আর কেউ জড়িত কি না তদন্ত চলছে।