কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
সংলগ্ন এলাকার বাসিন্দা বিনয় সরকার বলেন, দীর্ঘদিন পার্ক কেন খোলা হচ্ছে না, আমরা কিছুই জানি না। আরও এক বাসিন্দা মান্তু ঘোষ আক্ষেপ করে বলেন, আমাদের ওয়ার্ড খুবই ছোট। স্থানীয় কাউন্সিলারের এলাকা ঘুরে দেখা উচিত্ কোথায় কী কী পরিষেবার খামতি রয়েছে। পুরসভার গাফিলতির জন্য এতদিন পার্ক খোলা হয়নি।
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিনতি ঘোষ বলেন, পার্ক বেহাল ও বাউন্ডারি ওয়াল ছোট ছিল। পুরসভার উদ্যোগে পার্কের ভোল পাল্টে গিয়েছে। ওয়ালের উপরে উঁচু গ্রিল দেওয়া হয়েছে। খেলনা থেকে শুরু করে অনেক কিছু যুক্ত হয়েছে। সম্প্রতি কার্নিভাল সহ নানা অনুষ্ঠানের জন্য খোলা হয়নি। নবরূপে উদ্বোধন করে দ্রুত পার্ক চালু করা হবে।