কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
এদিকে, অবরোধ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক টোটোচালক। অভিযোগ, সেই সময় টোটোর উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় সামনের কাচ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। টোটোচালক দীপক ভৌমিক বলেন, যাত্রী নিয়ে কোচবিহারে যাচ্ছিলাম। হাসপাতালে রোগী ভর্তি থাকায় যাত্রীদের অনুরোধে বিক্ষোভকারীদের সরতে বলি। এরই মধ্যে আচমকা কয়েকজন এসে আমার টোটোতে ভাঙচুর চালায়। কাজে এসে ক্ষতির মুখে পড়লাম। থানায় অভিযোগ জানাবো।
মহকুমা ট্রাক মালিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সুবোধ তন্ত্রী বলেন, যেভাবে স্থানীয় কিছু দুষ্কৃতী আমাদের সম্পাদককে হেনস্তা করেছে, তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। তবে টোটো ভাঙচুরের যে অভিযোগ উঠেছে তা জানা নেই। এই ঘটনার সঙ্গে সংগঠনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।