কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়িতে এদিন কর্মসূচি ছিল লকেটের। সেখানে যাওয়ার পথে জলপাইগুড়িতে জেলা পার্টি অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর উপস্থিতিতে ওই বৈঠকে দলের সদস্য সংগ্রহ অভিযানে জোর দেওয়ার পাশাপাশি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঐক্যবদ্ধভাবে ঝাঁপানোর নির্দেশ দেন লকেট। মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে নিজেদের জেতা আসনে ভরাডুবি হয়েছে বিজেপির। এনিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে লকেট বলেন, আমাদের মধ্যে যা ভুল-ভ্রান্তি রয়েছে, যা মন খারাপ রয়েছে, সব ভুলে গিয়ে নতুন করে ঝাঁপাতে হবে। বিধানসভা ভোটে জয়ের লক্ষ্যে পরিবারের মতো সবাইকে এক হয়ে লড়তে হবে।
এদিকে, দিলীপ ঘোষের পর লকেটও এদিন বাংলাদেশের পণ্য বয়কটের ডাক দিয়েছেন। বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে প্রতিদিন নির্যাতনের ঘটনা ঘটছে, তা খুবই ভয়ঙ্কর। এর বিরুদ্ধে যদি আমরা আজ আওয়াজ তুলতে না পারি, তাহলে আগামী দিনেও পারব না। বাংলাদেশের পণ্য বয়কটের মধ্যে দিয়ে জোরালো প্রতিবাদের বার্তা পৌঁছে দিতে হবে ওপার বাংলায়।