বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
পুলিস সূত্রে খবর, বুধবার রাতে কাজ সেরে নিহারবাবু তাঁর বাড়িতে ফিরেছিলেন। তিনি ছাড়াও ঘরে ছিলেন তাঁর ভাগ্নে। আচমকা সেই সময় কয়েকজন দুষ্কৃতী ঘরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যদিও ঘটনার সময়ে নিহারবাবু ঘরে উপস্থিত ছিলেন না। তাঁর ভাগ্নে ঘরের বিছানায় শুয়ে ছিলেন। কোনও রকমে গুলির হাত থেকে প্রাণ বাঁচিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিস। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।
এ প্রসেঙ্গে নিহার বড়ুয়া বলেন, “এই এলাকায় সাংগঠনিকভাবে শক্তিশালী তৃণমূল। তাই বিজেপি এখানে খুনের রাজনীতি শুরু করেছে। এভাবে তৃণমূলকে ভয় দেখিয়ে আটকানো যাবে না।”
অন্যদিকে, বিজেপির জেলা সহ-সভাপতি উৎপল দাস বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।”