বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
আজ সকালে আধিকারিকদের নিয়ে ওই বাড়িতে পৌঁছে যান জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরেই তিনি জানিয়ে দেন ওই দুই ছাত্রীর পড়াশোনার যাবতীয় ভার নিচ্ছে প্রশাসন।
বিডিও জানিয়েছেন, আপাতত ওই দুই ছাত্রীর পড়াশোনা চালানোর জন্য যা খরচ তা প্রশাসনের তরফে বহন করা হচ্ছে। এরপর মিশন বাৎসল্য প্রকল্পে তাঁরা যাতে প্রতিমাসে চার হাজার টাকা করে ভাতা পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ছাত্রী দু’জনের মা বিধবা ভাতা পান না। তিনি যাতে ওই ভাতা পান প্রশাসনিকভাবে তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে ওই দু’জন ছাত্রী ছাড়াও আজ জলপাইগুড়ি সদর ব্লকে এরকম আরও ৮জন ছাত্র-ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়েছে প্রশাসন।