বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
এছাড়াও ২৭ তম বর্ষে ভ্রাম্যমাণ ট্যাবলো প্রতিযোগিতা নজর কাড়তে চলেছে। এবার উৎসব কমিটির পক্ষ থেকে টোটোতে ট্যাবলো সাজানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। তার বদলে ট্রাক্টর বা ছোট গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। উৎসব কমিটি জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর দুপুরে গাজোল হাইস্কুলে রাস উৎসব উদ্বোধন হবে। তারপর ১৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পদাবলী, ভাওয়াইয়া, দোহার, বৃন্দাবনের শিল্পীদের নৃত্যের অনুষ্ঠান থাকবে।
২৯ নভেম্বর বিকেল থেকে ‘জীবন্ত ট্যাবলো’ প্রতিযোগিতা হবে। ওই ভ্রাম্যমাণ ট্যাবলো কদুবাড়ি, বিদ্রোহী, বামনগোলা মোড় ঘুরে গাজোল বাসস্ট্যান্ড হয়ে তুলসিডাঙা মোড়ে শেষ হবে। ৩০ নভেম্বর শেষদিনে সকালে ধুলোট এবং রাধাগোবিন্দের মহাপ্রসাদ ঢালাও বিতরণ করা হবে।
গাজোল রাস উৎসব কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় বলেন, আমাদের গাজোলের রাস উৎসব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মেলায় প্রচুর ভিড় হয়। এবার ১৬ দিন ধরে নানা অনুষ্ঠান হবে। ট্যাবলো প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার দেওয়া হবে। উৎসবকে ঘিরে মেলা বসে। কমিটির সদস্য অসিত প্রসাদ বলেন, মাঠজুড়ে দুশোরও বেশি স্টল বসে। গৌড়বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে মানুষ স্টল দেন।
(গাজোলে রাসচক্র তৈরির কাজ চলছে।-নিজস্ব চিত্র)