বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
ঝাপরটোল বাজারে রবিউলের ট্রাক্টরের গ্যারেজ ছিল। গ্যারেজে দিনে কয়েকজন কাজও করতেন। তারপাশে ট্রাক্টরের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করতেন তিনি। রাতে বাড়ি থেকে খাবার খেয়ে এসে দোকানেই ঘুমোতেন। মঙ্গলবার রাতেও দোকানে ঘুমোন। কিন্তু বুধবার সকালে দোকানে তাঁর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ দেখে হইচই পড়ে যায়। মেয়েকে নার্সিং কলেজে ভর্তি করানোর জন্য মঙ্গলবার সারাদিন পঞ্চায়েত ও বিডিও অফিসে ইনকাম সার্টিফিকেট তোলার জন্য ঘোরাঘুরি করেন রবিউল। তারপরও ইনকাম সার্টিফিকেট তুলতে পারেননি। সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। রাতের খাবার খেয়ে দোকানে চলে যান। এদিন সকালে বাসিন্দাদের কাছ থেকে স্বামীর মৃত্যুর খবর জানতে পেরে শোকস্তব্ধ দেইলি বিবি।