বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
ইমরানের আমলে আওয়ামি মুসলিম লিগের প্রধান শেখ রশিদকে অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এদিন তিনিও ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। দেশের শাসনক্ষমতা হারানোর পর ২০২২ সালের এপ্রিল থেকেই ইমরান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে জুড়ছে একের পর এক মামলা। সে বছরের আগস্টে ১৪৪ ধারা লঙ্ঘন সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয় আদালতে। এদিন বিচারক ইয়াসির মহম্মদ সব অভিযোগ থেকেই ইমরান ও রশিদ সহ তাঁদের পাঁচ সহযোগী আসাদ কাইজার, সইফুল্লা নিয়াজি, সাদাকাত আব্বাসি, ফয়জল জাভেদ এবং আলি নওয়াজকে অব্যাহতি দেন।