কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
সূত্রের খবর, কখনও আইনের ফাঁক গলে, কখনও প্রভাব খাটিয়ে পুরসভা থেকে অফলাইনে বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে নেওয়া হয়। এই সুযোগে যাবতীয় বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো মাথা তুলছে বহুতল আবাসন, ব্যক্তিগত ঘরবাড়ি, বাণিজ্যিক ভবন। কোনও নতুন নির্মাণ করতে গেলে নিরাপত্তার স্বার্থেই বেশ কিছু
নিয়ম মেনে চলতে হয়। সেসবের তোয়াক্কা না করে নির্মাণকাজ এগিয়ে নিয়ে গেলে পরবর্তী সময়ে নানা বিপত্তি ঘটতে পারে। পুরদপ্তরের কর্তাদের আশা, সর্বত্র এই প্রক্রিয়া অনলাইন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হলে নজরদারি চালানো যাবে কেন্দ্রীয়ভাবে। কোথাও কোনও দুর্নীতি বা অনিয়মের ইঙ্গিত পেলেই সক্রিয় হবে সংশ্লিষ্ট প্রশাসন।
প্রসঙ্গত, অনলাইনে বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন ও অনুমোদনের একটি ‘সিঙ্গল উইন্ডো পোর্টাল’ রাজ্য সরকার চালু করেছে ২০২১ সালের ১৬ আগস্ট থেকে। গত প্রায় তিন বছরে এই পরিষেবায় সাড়া দিয়ে বহু মানুষ অনলাইনে আবেদন করে বাড়ি তৈরির অনুমোদন পেয়েছেন। কিন্তু এই নিয়ম এতদিন বাধ্যতামূলক না থাকায় অসাধু নির্মাণকারীরা নানা কারসাজি করে ইচ্ছেমতো বিল্ডিং তুলে ফেলত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে এমন প্রবণতা নির্মূল হবে এবং গোটা ব্যবস্থা অনেক বেশি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে বলে আশাবাদী প্রশাসনের কর্তারা।