কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
সোনার বিশুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হলমার্কিং। আগে তা বাধ্যতামূলক না-হলেও, পরবর্তীকালে সরকার ঘোষণা করে, সোনা বিক্রির ক্ষেত্রে হলমার্কিং ব্যবস্থাকে বাধ্যতামূলক নিয়মের আওতায় আনা হবে। সেইমতো কাজ এগয় এবং বদলে যায় হলমার্কিং ব্যবস্থাও। ধাপে ধাপে পর্যায়ক্রমে সেই ব্যবস্থা চালু করা হয়। যাঁরা
এখন সোনার গয়না বা অন্যান্য জিনিস কেনেন, তাঁদের প্রতিটি পণ্য পিছু একটি ৬ সংখ্যার কোড দেওয়া হয়। সেটাই হলমার্কের পরিচিতি হিসেবে গণ্য হয়। এই একই ব্যবস্থা চালু করার বিষয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ক্রেতাদের মধ্যে থেকেই বলা হচ্ছে, এবার রুপোরও হলমার্কিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক। কীভাবে তা করা সম্ভব, তা বিআইএসকে খতিয়ে দেখতে বলা হয়েছে। ইতিমধ্যেই সরকারিভাবে এই বিষয়ে তাদের এগতে বলা হয়েছে। সংশ্লিষ্ট মহলের সঙ্গে পর্যালোচনা করে এবং হলমার্কিং সংক্রান্ত বাস্তবতা খতিয়ে দেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিআইএস ডিরেক্টর প্রমোদকুমার তিওয়ারি জানান, তাঁরা এই বিষয়ক কাজ অনেকটাই এগিয়ে এনেছেন। তাঁর কথায়, ‘আমরা এই বিষয়ে নানা মহলের সঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েক প্রস্থ আলোচনা করেছি। তাতে বুঝতে পেরেছি, শিল্পমহলও রুপোয় হলমার্কিংয়ের পক্ষে। সোনার মতো কীভাবে এখানেও ৬ সংখ্যার ইউনিক কোড চালু করা যায়, তার আলোচনা চলছে।’ রুপোয় বাধ্যতামূলক হলমার্কিং ব্যবস্থা আগামী তিন থেকে ছ’মাসের মধ্যেই চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে ধাপে ধাপে দেশজুড়ে সোনায় বাধ্যতামূলক হলমার্কিং চালু হওয়ার পর এখনও পর্যন্ত ৩৬১টি জেলায় সেই ব্যবস্থা চলছে। ইইতমধ্যেই ৪৪ কোটির উপর সোনার গয়নায় ৬ সংখ্যার ইউনিক কোড বসেছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ৯০ শতাংশ গয়নাতেই এখন হলমার্কিং হচ্ছে।