কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
দিল্লিতে এখন ক্ষমতায় আম আদমি পার্টি। তার সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল এবার ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছেন, ফের ক্ষমতায় এলে মহিলারা পাবেন মাসে ২১০০ টাকা। কংগ্রেস তার চেয়েও কিছুটা এগিয়ে আড়াই হাজার টাকার কথা বলেছে। এটা যে নিছক প্রতিশ্রুতি নয়, সেটা বোঝাতে সোমবার প্রদেশ কংগ্রেস অফিসে হাজির করা হয়েছিল কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে।
পেয়ারি দিদি প্রকল্পের প্রতিশ্রুতির ঘোষণা করে তিনি বলেছেন, কর্ণাটক হোক হিমাচল প্রদেশ, অথবা কেন্দ্রে যখন ইউপিএ সরকার ছিল, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এসে তা পালন করেছে। তাই কংগ্রেস মানেই বিশ্বযোগ্যতা। নরেন্দ্র মোদির মতো বছরে দু কোটি চাকরি, প্রত্যেকের ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা দেওয়ার মতো জুমলা নয়। তিনি বলেন, কর্ণাটক মডেল সামনে রেখেই দিল্লির মানুষকেও কংগ্রেসকে সমর্থন দেওয়ার আবেদন করছি। কী মিলছে কর্ণাটকে? মহিলাদের সরকারি বাসে যাত্রা ফ্রি। মাসে মিলছে দু হাজার টাকা। ২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ। প্রত্যেক পরিবারকে মাসে ১০ কেজি করে চাল। মানুষের মনে তাই কর্ণাটক মডেল সামনে রেখেই দিল্লি বিধানসভায় নামছে কংগ্রেস।