বিশেষ সংবাদদাতা, ইম্ফল: হিংসা বিধ্বস্ত মণিপুরে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত। প্রায় নিত্যদিনই বিভিন্ন সংগঠন নানান দাবিতে পথে নামছে। এরইমধ্যে সদর পাহাড় সাইবোল থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টার বন্ধ পালিত হয়। দ্য কমিটি অন ট্রাইবাল ইউনিটি এদিন দুপুর ২টো থেকে রাত ২টো পর্যন্ত বন্ধের ডাক দিয়েছিল। এরফলে যান চলাচল ও ব্যবসায়িক কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। ওই সংগঠনের দাবি, ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে আদিবাসীদের অধিকার ও মর্যাদার ইচ্ছাকৃতভাবে অবমাননা করছে কেন্দ্র ও রাজ্য। তাদের অভিযোগ, এরফলে শুধু স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত হয়নি, ভয় ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। এতে অঞ্চলের শান্তি বিঘ্নিত হচ্ছে। সরকার কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে কর্ণপাত করছে না। এই উদাসীন মনোভাব কোনওভাবেই বরদাস্ত করা যায় না। তাই প্রতিবাদ তীব্র করা ছাড়া আর কোনও পথ খোলা নেই। এরইমধ্যে সাইবোল গ্রামে কুকি-জো মহিলাদের উপর হামলার ঘটনায় অবিলম্বে পূর্বের একটি চুক্তি রূপায়ণেরও দাবি উঠেছে। এব্যাপারে ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে কুকি-জো কাউন্সিল (কেজেডসি) নামে আদিবাসী গোষ্ঠীর সংগঠন। দাবি পূরণ না হলে সমস্ত কুকি-জো অধ্যুষিত জেলাজুড়ে রাজ্যব্যাপী অর্থনৈতিক অবরোধ আরোপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরফলে রাজ্যে ফের অশান্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা।
এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মণিপুরের মোরে জেলায় ভারত-মায়ানমার সীমান্তে ৯.২১৪ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ হয়েছে। বেড়া বরাবর সীমান্ত-রাস্তা নির্মাণের কাজও সমান্তরালভাবে চলছে। এই প্রকল্পের ফলে নিরাপত্তা বৃদ্ধি, অবৈধ কার্যকলাপ দমন ছাড়াও সীমান্তরক্ষীদের টহলদারিতে সুবিধা হবে। এদিকে, মণিপুরের মনোনীত রাজ্যপাল অজয় কুমার ভাল্লা বৃহস্পতিবার দুপুর ১ টায় ইম্ফল বিমানবন্দরে পৌঁছেন। আজ শুক্রবার তিনি শপথ তিনি লক্ষ্মণ প্রসাদ আচার্যের স্থলাভিষিক্ত হবেন।