কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
২০১৮ সালে নরেন্দ্র মোদি ঘোষণা করেন ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূল হবে। স্লোগান তোলা হয়, ‘টিবি হারেগা, দেশ জিতেগা।’ কিন্তু গত চার বছরের হিসেব দেখে আশ্বস্ত হতে পারছে না ওয়াকিবহাল মহল। সরকারি রিপোর্ট বলছে, ২০২০ সালে দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ছিল ১৮ লক্ষ ৫ হাজার ৬৭০। সদ্য সমাপ্ত ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৬৩ হাজার ৮৬৫। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৬ লক্ষ ৬৯ হাজার ৮৪৯)। সবচেয়ে কম লাক্ষাদ্বীপে (মাত্র ৮ জন)। পশ্চিমবঙ্গে যক্ষ্মা রোগীর সংখ্যা ৯৭ হাজার ৪১৩। বিশ্বকে চমকে দিতে চলতি বছরের মধ্যে যক্ষ্মা নির্মূলকরণ কেন্দ্রের সামনে চ্যালেঞ্জ হয়েই দাঁড়াচ্ছে।