কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
এদিকে, কুম্ভমেলাতে রুদ্রাক্ষ ও তুলসির মালার সহ পুজো সামগ্রীর বিপুল চাহিদা থাকে। সেই চাহিদা পূরণ করতে নেপাল, বারণসী, মথুরা ও বৃন্দাবন থেকে সামগ্রী আনা হচ্ছে প্রয়াগরাজে। রাজ্য সরকার জানিয়েছে, উত্তরাখণ্ড ও নেপাল থেকে রুদ্রাক্ষের মালা আনা হচ্ছে। তুলসীর মামলা আসছে মথুরা ও বৃন্দাবন থেকে। পাশাপাশি, রোলি, চন্দনের মতো বিভিন্ন পূজা সামগ্রী বারাণসী ও দিল্লির পাহাড়গঞ্জ থেকে আনার ব্যবস্থা হচ্ছে। কুম্ভমেলাতে গীতার মতো ধর্মীয় গ্রন্থেরও ব্যাপক চাহিদা থাকে। প্রয়াগরাজের দারাগঞ্জের এক বই বিক্রেতা জানিয়েছেন, রামচরিত মানস, গীতা, শিব পুরাম, ভজন ও আরতির সংকলন পেতে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।