বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
এদিন শাহ ফের দাবি করেছেন, কয়েকদিন আগে উলেমাদের গোষ্ঠীর একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করে মুসলিমদের জন্য সংরক্ষণের কথা বলেছেন। আর এমন হলে বঞ্চিত হবেন আদিবাসী, দলিত এবং ওবিসিরা। এর পরেই রাহুল গান্ধীকে নিশানা করেন এই বিজেপি নেতা। বলেন, ‘রাহুল বাবা, শুধুমাত্র আপনি কেন, আপনার চার প্রজন্ম এলেও এসসি, এসটি এবং ওবিসিদের ভাগের কোটা মুসলিমদের দিতে পারবে না। এছাড়া এমভিএ জোটকে ‘ঔরঙ্গজেব ফ্যান ক্লাব’ বলেও কটাক্ষ করেন তিনি।
শাহ যখন প্রচারে সংরক্ষণ তাস খেলেছেন, ঠিক তখন এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেছেন সমাজকর্মী মনোজ জারাঙ্গে। মারাঠাদের সংরক্ষণ দাবি না মানার ফল বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোটকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপির ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ ও ‘এক হ্যায় তো সেফ হ্যায়’-এর মতো স্লোগানেরও সমালোচনা করেছেন তিনি। ৪২ বছরের জারাঙ্গে প্রশ্ন করেছেন, হিন্দুরা বিপন্ন বলে মনে করছেন আপনারা। কিন্তু মারাঠাদের সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কী? মারাঠাদের ছেলেমেয়েরা কি সমস্যার কবলে নয়?
এদিকে, মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারকে ‘চোরেদের সরকার’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এদিন লাতুরে এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি।