বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ, ১৫ দিন আগে থেকে নোটিস না দিয়ে কোনও ব্যক্তির সম্পত্তি ধ্বংস করা যাবে না। শীর্ষ আদালত আরও জানিয়েছে, ওই নোটিসে নির্মাণের প্রকৃতি, আইন লঙ্ঘনের বিশদ বিবরণ এবং উচ্ছেদের কারণ অন্তর্ভুক্ত করতে হবে। এমনকী ভেঙে ফেলার যাথাযথ ভিডিওগ্রাফিও করা আবশ্যক। যদি এই নির্দেশিকাগুলি লঙ্ঘন করা হয়, তা হলে তা আদালত অবমাননা হিসেবে গ্রাহ্য হবে।
সুপ্রিম কোর্ট ‘বুলডোজার নীতি’-কে ভর্ৎসনা করে জানায়, পুলিস-প্রশাসন আইনকে হাতে তুলে নিয়ে কোনও ব্যক্তিকে কখনই ‘দোষী’ সাব্যস্ত করতে পারে না। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রধানত এই ‘বুলডোজার শাসন’ দেখা যায়। এর আগেও এই নীতি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই আড়ালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘বুলডোজার বাবা’ বলেও সম্বোধন করেন।