কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
পরিত্যক্ত হস্টেলে জুনিয়র ডাক্তারকে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল সহপাঠীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। সোমবার অভিযুক্ত চিকিৎসক ধনঞ্জয় কুমার আইয়ানকে গ্রেপ্তার করেছে পুলিস। নির্যাতিতা এবং অভিযুক্ত দু’জনেরই বয়স ২৫ বছর। সূত্রের খবর, এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ওই ছাত্রী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে দাতিয়া থেকে গোয়ালিয়র এসেছিলেন। থাকছিলেন সরকারি গজরাজ মেডিক্যাল কলেজের হস্টেলে। সিটি পুলিস সুপার অশোক জর্ডন বলেন, রবিবার পরীক্ষার পরে সহপাঠী ধনঞ্জয় কুমার আইয়ানের সঙ্গে দেখা করেন ওই তরুণী। এরপর তাঁকে বয়েজ হস্টেলের পরিত্যক্ত অংশে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে আইয়ান। সেই দিন সন্ধ্যায় কাম্পু থানায় সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। তদন্ত শুরু করে পুলিস। এরপর সোমবার অভিযুক্ত আইয়ানকে গ্রেপ্তার করা হয়।