কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
যাত্রীদের অভিযোগ, এই নয়া ব্যবস্থা কার্যকরের আগে মেট্রোর রেল কর্তৃপক্ষ কোনও প্রচার করেনি। ফলে নতুন যাত্রীদের খুব সমস্যা হচ্ছে। শীতের মরশুমে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতে দূরবর্তী জেলা থেকে হাজার হাজার যাত্রী কলকাতা এসে মেট্রো রেলে ওঠেন। সংশ্লিষ্ট যাত্রীদের কাছে এই ব্যবস্থা সম্পূর্ণ নতুন হওয়ায় নিত্যদিন নানা জটিলতা তৈরি হচ্ছে। কেননা, টোকেন ব্যবস্থায় স্মার্ট গেটের বিশেষ স্থানে তা স্পর্শ করলেই গেট খুলে যায়। যাত্রীরা প্ল্যাটফর্মে যাওয়ার ছাড়পত্র পান। সফর শেষে সেই টোকেন ফের স্মার্ট গেটের নির্দিষ্ট জায়গায় ফেললে সেই গেট আবার আপনা আপনি খুলে যায়। অবশ্য নির্দিষ্ট দূরত্বের যাত্রা শেষে উপযুক্ত মূল্যের টোকেন মেশিনে জমা পড়লে তবেই দরজা খোলে এবং যাত্রীরা স্টেশনের বাইরে যেতে পারেন। টোকেন মূল্য কম কিংবা বেশি হলে গেট খোলে না। সেক্ষেত্রে যাত্রীদের জরিমানা করা হয়। এক্ষেত্রে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিটে যাতায়াত খানিক ভিন্ন। মেশিনের নীচের দিকে বিশেষ একটি স্ক্যানারের সামনে ওই টিকিট ধরতে হয়। তবেই গেট খোলা-বন্ধ হয়। সেই স্ক্যানার কোথায় রয়েছে, তা কার্যত হাতড়ে বেড়াচ্ছেন বহু যাত্রী। মেট্রোয় অপর্যাপ্ত কর্মীর জেরে হাতেকলমে দেখানোর লোক মিলছে না। নিত্যযাত্রীরা চলার ফাঁকে যেটুকু পারছেন সাহায্য করছেন তাঁদের।