কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
খাদির জামাকাপড়ের সঙ্গে এবার মেলায় সিল্কের শাড়ির চাহিদা ছিল তুঙ্গে। বহু সিল্কের শাড়ি বিক্রি হয়েছে। এছাড়াও তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চাল এবং কাচের বোতলে ৫০০ গ্রাম ওজনের নলেন গুড়ের বিক্রিও ছিল বিশেষ উল্লেখযোগ্য। রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ বলেন, সাধারণ মানুষকে উন্নত মানের খাদির সামগ্রী তুলে দেওয়ার দিকে সবসময়ই আমাদের নজর থাকে। এবার রাজ্য খাদি মেলাতেও আমরা চেষ্টা করেছি সব বয়সিদের জন্য জামাকাপড় রাখতে। তাতে যা বিক্রি হয়েছে তা যথেষ্ট আশাব্যঞ্জক। পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূমসহ কয়েকটি জেলাতেও খাদি মেলায় যথেষ্ট ভালো বিক্রি হয়েছে এবার। আগামী দিনে জলপাইগুড়িতে একটি খাদি মেলা করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।