কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
দক্ষিণ দিনাজপুর জেলায় সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা হাপিস হচ্ছে বহু মানুষের। নিত্যনতুন প্রতারণার ছক কষছে প্রতারকরা। এবার নেতামন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার নতুন ছক। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর ছবি ব্যবহার করে এই প্রতারণা সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিস। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন।
সুকান্তবাবু বলেন, আমার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাপ থেকে লোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমি এনিয়ে এসপির কাছে অভিযোগ দায়ের করেছি। আশা করছি, জেলাপ্রশাসন ও রাজ্য প্রশাসন এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।
কিছুদিন আগে উত্তরবঙ্গের আইজির ব্যক্তিগত সচিবের নাম করে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদকে ভুয়ো ফোন করা হয়। এরপর আবাসের টাকার জন্য বিডিও’র নাম করে ভুয়ো ফোন। এমনকী, বিডিও অফিসে কর্মখালির জন্য ভুয়ো ফোনও আসে। শুধু তাই নয়, অলনাইনে ট্রেডিং অ্যাপের নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারিত হওয়ারও খবর আসছে। পুলিস তদন্তে নামলেও এই সাইবার প্রতারকদের মাথা ধরতে কালঘাম ছুটছে পুলিসের।