কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
চার্জ গঠনের আগে কালীঘাটের কাকুর শরীর‑স্বাস্থ্য সম্পর্কে বিচারক যাবতীয় খোঁজখবর নেন। তাঁর মেডিক্যাল রিপোর্টও খতিয়ে দেখেন তিনি। এরপরই ওই আইনি প্রক্রিয়া তিনি শুরু করেন। এই নিয়োগ দুর্নীতি মামলায় আনা বিভিন্ন অভিযোগ সম্পর্কে বিচারক এজলাসে মন্তব্য করেন, ‘যেসব নথিপত্র ও তথ্য‑প্রমাণ মিলেছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করা যেতে পারে।’ তখন সুজয়কৃষ্ণ জানতে চান, তাঁর বিরুদ্ধে কোন কোন ধারায় চার্জ গঠন করা হচ্ছে? বিচারক তা জানিয়েও দেন। এই মামলায় বাকি অভিযুক্তদের সঙ্গে সুজয়কৃষ্ণের যোগসাজশের অভিযোগগুলিও একে একে তুলে ধরেন তিনি। এই মামলায় সুজয়কৃষ্ণ সম্পর্কে ইডি যে সমস্ত দুর্নীতির অভিযোগ এনেছে, বিচারক তুলে ধরেন সেসবও। এই অসাধু লেনদেনে তাঁর বিরুদ্ধে যেসব প্রমাণ মিলেছে, তারও ব্যাখা দেন বিচারক। তিনি বলেন, ‘এনিয়ে ইডির কাছে তথ্য-প্রমাণও রয়েছে। তাই আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে।’
উল্লেখ্য, সম্প্রতি এই মামলায় চার্জ গঠনের উদ্যোগ শুরু হয়, ৩০ ডিসেম্বরের মধ্যে ওই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করাও কথা ছিল। কিন্তু কালীঘাটের কাকু বারবার অসুস্থ হয়ে পড়েন বলে তা সম্ভব হয়নি। চার্জ গঠন প্রক্রিয়া ক্রমান্বয়ে পিছিয়ে গিয়েছিল। বর্তমানে এই অভিযুক্ত ইএম বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি। এদিন সেখান থেকেই এই চার্জ গঠন প্রক্রিয়ার কাজ শুরু হল। ইডির এই মূল মামলার শুনানি শুরুর দিকেই কৌতূহল এখন সংশ্লিষ্ট মহলের।