বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, মেয়েটি ২৯ জুন সকাল সাড়ে ৬টায় স্কুলে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার হদিশ পায়নি পরিবার। পরিবারের অভিযোগ, পাশ্ববর্তী বড় মিত্রপাড়ার এক যুবক মেয়েটিকে অপহরণ করেছে। অভিযোগ জানানো হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিস। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্যের তরফে আইনজীবী জানান, পুলিস সবরকম চেষ্টা করেও মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। স্থানীয় সিসি ক্যামেরা ফুটেজ সূত্রে নানাভাবে তল্লাশিও চালানো হয়েছে।
রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি ঘোষ জানান, মেয়েটি পাচারও হয়ে থাকতে পারে। উপযুক্তভাবে তল্লাশি চালানোর মতো পরিকাঠামো একটি থানার নাও থাকতে পারে। তাই মামলাটির তদন্তভার সিআইডিকে হস্তান্তর করা হচ্ছে। বিচারপতির নির্দেশ, অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের কোনও অফিসারকে দিয়ে এডিজি সিআইডি তদন্ত শুরু করবেন।