বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে দুটি তুষারচিতা রয়েছে ‘রাহালা’ ও ‘নাকা’ নামে। তাদেরই দুই সন্তানের নাম ‘ডার্লিং’ ও ‘চার্মিং’ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় বর্তমানে তুষারচিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-এ। আর নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯টি। পাহাড় হোক কিংবা কলকাতা, সকালে মর্নিং ওয়াক করার অভ্যাস রয়েছে মুখ্যমন্ত্রীর। সেইমতোই এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে গিয়েছিলেন তিনি। গত সোমবার রাতে পাহাড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। গতকাল, মঙ্গলবার দার্জিলিংয়ে জিটিএ-এর সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। আজ, বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।