নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবছরই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা রুটে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেই লক্ষ্যেই এই ১৬ কিলোমিটার পথে অত্যাধুনিক কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং ব্যবস্থা বসতে চলেছে। তার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ জোড়া মেট্রো পরিষেবা থেকে বঞ্চিত হবেন যাত্রীরা। কলকাতা মেট্রোর ৪০ বছরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। গুরুত্বপূর্ণ এই দুই মেট্রোপথ বন্ধ থাকলে গণপরিবহণ ব্যবস্থায় বিরাট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। তবে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে ওই দেড় মাস হাওড়া থেকে শিয়ালদহ হয়ে সল্টলেক পর্যন্ত বিশেষ বাস পরিষেবা দেওয়ার কথা বিবেচনা করছে পরিবহণ দপ্তর। সোমবার এ প্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, সংবাদমাধ্যমেই মেট্রো বন্ধ থাকার খবর জেনেছি। এই মুহূর্তে গঙ্গাসাগরে আছি। মেলা শেষ হলেই বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করব। একই সুর শোনা গিয়েছে পরিবহণ সচিব সৌমিত্র মোহনের গলায়।
তাঁর কথায়, মন্ত্রী ফিরলেই বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পরিবহণ সচিব। সূত্রের দাবি, রাজ্যের তরফে ওই সময় বেশি সংখ্যক বেসরকারি বাস-মিনিবাস রাস্তায় নামানোর জন্য মালিক সংগঠনগুলির কাছে আবেদন জানানো হবে। গঙ্গাসাগর মেলা সহ একাধিক সরকারি কিংবা বড় অনুষ্ঠানে বেসরকারি বাস মালিকরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবারও তার অন্যথা হবে না বলে আত্মবিশ্বাসী পরিবহণ দপ্তরের কর্তারা।