কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলায় ১২ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার ৫৬ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম দফার ৬০ হাজার টাকা চলে গিয়েছে। অনেকে বাড়ি তৈরির কাজ শুরুও করে দিয়েছেন। কিন্তু অনেক উপভোক্তার প্রশ্ন, আবাসের বাড়ি তৈরি করতে গেলে পঞ্চায়েতের অনুমোদন কি প্রয়োজন? জেলা প্রশাসনের এক কর্তা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী এজন্য কোনও অনুমতি লাগছে না। কারণ সরকারিভাবে সমীক্ষা করে, বেশ কিছু তথ্য খতিয়ে দেখেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
এনিয়ে বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরী বলেন, এই বাড়ি তৈরির জন্য কোনও সরকারি অনুমতি দরকার হচ্ছে না। কারণ, সার্ভে করার সময়েই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। হাবড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার বলেন, রাজ্য সরকার সবদিক খতিয়ে দেখেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় এনেছে। তাই আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, এর জন্য আলাদা কোনও অনুমোদন প্রয়োজন নেই।