কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
উপস্থিত স্থানীয় ব্যক্তিদের বক্তব্য, উন্নয়ন নিয়ে তাঁদের পরামর্শ গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি লিপিবদ্ধ করেন পার্থ ভৌমিক। সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। শ্রমিকেরা জানিয়েছেন, জুটমিলে ঠিকাদারি প্রথা বন্ধ করলে পাড়ার শ্রমিকরা ভালো থাকবেন। এই প্রসঙ্গে সাংসদ পার্থ ভৌমিক বলেন, জনতার দরবারে এসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নানা ধরনের প্রস্তাব দিয়েছেন। এলাকার উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। গুন্ডারাজ নিয়ে তাঁদের বক্তব্য বলেছেন। গুন্ডারাজ বন্ধ করার জন্য পুলিস-প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এমপি ফান্ড থেকে ৮৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই টাকায় ভাটপাড়াজুড়ে ক্যামেরা বসানো হচ্ছে। গুন্ডারাজ বন্ধ করবই। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভায় ভাটপাড়া তৃণমূলের দখলে আসবেই। নিজস্ব চিত্র