কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ... বিশদ
পুলিস জানিয়েছে, ধৃতের নাম ওয়াসিম আলি। রাজারহাট থানার রাইগাছি এলাকায় তার বাড়ি। বহু মানুষের সঙ্গেই সে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছে। শুধু এ রাজ্য নয়, বেঙ্গালুরুতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাই কতজনের সঙ্গে সে এই কাজ করেছে, আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য ধৃতকে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। যে নকল চুল পরে সে ভিডিওকল করত, সেই পরচুলাও উদ্ধার করেছে পুলিস। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। প্রতারণার বহু তথ্যও এসেছে পুলিসের হাতে।
সেক্সটেরশন নতুন নয়। বহু মানুষ এই ফাঁদে পড়ছেন। কিন্তু, এই যুবক মহিলা না হয়েও, সেক্সটরশনের কারবার শুরু করেছিল। যা একেবারেই নতুন। পুলিস সূত্রে জানা গিয়েছে, সে ডেটিং অ্যাপে নিজের প্রোফাইল খুলেছিল। সেখানেই আগ্রহী ছেলে তথা কাস্টমারদের সঙ্গে আলাপ করত। তার কিছুদিন পর ভিডিও কল শুরু করত। ভিডিও কলে ‘অশ্লীল’ কথোপকথনও চলত। কথোপকথনের মধ্যেই ওই নকল তরুণী দেখা করার জন্য কাস্টমারদের গোপন ছবি পাঠাতে বলত। কেউ কেউ ভিডিও কলে ওই নকল তরুণীকে লাইভ দেখাতেন। কেউ আবার ছবি পাঠিয়ে দিতেন। তারপরই সে ওই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করত। কাস্টমারদের কাছ থেকে মোটা টাকা আদায় করত। লোক লজ্জারভয়ে কাস্টমারও দিয়ে দিতেন। পুলিসের হাতে সেই ‘তরুণী’ গ্রেপ্তার হওয়ার কাস্টমাররাও জানতে পারেন, সেই লাস্যময়ী আসলে একজন যুবক! এই ঘটনা পোস্ট করে পুলিসও ফেসবুক পেজে লিখেছে, ‘সুভাষিনী, নয় তো প্রতারণার হাতছানি’!