নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি স্টেশনে সম্প্রতি তৈরি হওয়া ছ’নম্বর প্লাটফর্ম কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। ওই প্লাটফর্মে সাধারণত আপ ট্রেন দাঁড়ায়। নৈহাটি লোকালও মাঝেমধ্যে ওই প্লাটফর্মে আসে ও ছাড়ে। কিন্তু প্লাটফর্মটি থেকে যাত্রীদের এক নম্বর প্লাটফর্মে আসতে দীর্ঘ সময় হাঁটতে হয়। যে একটিমাত্র ফুট ওভারব্রিজ আছে, সেটিও অনেক দূরে। তাই অবিলম্বে আরও একটি ফুট ওভারব্রিজ করার দাবিতে পূর্ব রেলের ডিআরএমকে চিঠি দিলেন স্থানীয় বিধায়ক সনৎ দে। তাঁর বক্তব্য, ফুট ওভারব্রিজের পাশাপাশি শেডও করা দরকার। রেল যাত্রীদের স্বার্থে ডিআরএমকে চিঠি লিখেছি। প্রয়োজনে আন্দোলন হবে।
রেল যাত্রীদের অভিযোগ, নৈহাটি স্টেশনে মাঝে একটি ফুট ওভারব্রিজ ছিল, যেটা দিয়ে নৈহাটির বাসিন্দারা এপার-ওপার করতেন। কিন্তু গত কয়েক বছর হল সেটি ভেঙে ফেলা হয়েছে। ফের ব্রিজটি তৈরি করারও দাবি জানিয়েছেন রেলযাত্রীরা। এদিকে, গত সপ্তাহে পূর্ব রেলের ডিআরএম নৈহাটি স্টেশন ঘুরে দেখেন। সমস্যাগুলিও খতিয়ে দেখেন তিনি।