কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২২ ও ১৩ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি নীচে। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, এরইমধ্যে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে পাহাড়ে তাপমাত্রা নামতে পারে ৪-৫ ডিগ্রিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় পারদ রয়েছে ১০ ডিগ্রির নীচে। আগামী শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। এরপর কয়েকদিনের জন্য কলকাতা তথা দক্ষিণবঙ্গের জেলায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।