সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল। ... বিশদ
এদিন উদ্ধার হওয়ার শিশু শ্রমিকরা পুলিস ও লিগ্যাল এইডের কর্তাদের জানায়, অভাবে কারণেই বাড়ির লোকজন তাদের কলকাতায় এনে কাজে লাগিয়েছে। মাসে অল্প টাকা হাতে পায় তারা। উল্টে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হয়। বিষয়টি জানার পরেই কলকাতা জেলা লিগ্যাল এইড কর্তৃপক্ষ পুলিসের সাহায্য নিয়ে শিশু শ্রমিকদের উদ্ধারের কাজে নামে। লিগ্যাল এইডের সচিব তথা বিচারক মৌ ঘটক মজুমদার বলেন, ‘এই অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’