বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

তোমার বাবাকে আমি মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম, তেজস্বীকে নিশানা নীতীশের

পাটনা, ৪ মার্চ: বিধানসভায় উন্নয়ন নিয়ে আলোচনা পরিণত হল কাদা ছোড়াছুড়িতে। বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে। বিরোধী দলনেতাকে ‘শিশু’ বলে কটাক্ষ করে বলেন, ‘আমি তোমার বাবা লালুপ্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রী করেছিলাম।’ মঙ্গলবার এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল বিহার বিধানসভা। যার তীব্র প্রতিবাদ জানানো হয় বিরোধী শিবির থেকে।
সোমবার, ৩ মার্চ বিধানসভায় বাজেট পেশ করে নীতীশ কুমার সরকার। গতকালই বাজেট বিতর্কে অংশ নিয়ে একে ‘রঙ চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো’ বলে আক্রমণ করেন তেজস্বী। বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, ‘মিথ্যার কালিতে ডুবিয়ে তৈরি করা হয়েছে বাজেটের খসড়া।’ সেইসঙ্গে উন্নয়ন ইস্যুতে তাঁর বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের আমলের সঙ্গে তুলনা টেনে বর্তমান আমলের সামগ্রিক ব্যর্থতা তুলে ধরেন। মঙ্গলবার তার পাল্টা জবাব দেন নীতীশ। বিধানসভায় তিনি যখন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছিলেন, তখন হইহট্টগোল করতে দেখা যায় বিরোধী বিধায়কদের। ভাষণের মাঝে বাধা পেয়ে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। এরপরে তেজস্বীকে টার্গেট করে বলেন, ‘আগে বিহার কী ছিল? তোমার বাবা যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাও আমার জন্য। এমনকী তোমার জাতের লোকজন আমাকে নিষেধ করেছিল। বলেছিল, এ আমি কী করছি? কিন্তু তাদের কথা আমি শুনিনি। আমি তোমার বাবার পােশ ছিলাম।’
স্বাভাবিকভাবে এর প্রতিবাদে সরব হয় তেজস্বীর নেতৃত্বে গোটা বিরোধী শিবির। তার মধ্যেই নীতীশ বলতে থাকেন, ‘তুমি কিছুই জানো না। বিহারে অতি অনগ্রসর জাতি (ইবিসি) এবং অনগ্রসর জাতি (বিসি)-কে আলাদা করার বিরোধিতা করেছিলেন লালু যাদব। তখন আমি তাঁর বিরোধিতা করেছিলাম।’
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মক্ষেত্রটি অনুকূল। নূতন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ। উপযুক্ত ক্ষেত্রে পরিবারের কারও বিবাহ স্থির হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৪ টাকা১১২.০২ টাকা
ইউরো৮৯.৩৩ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা